কোকের গায়ে লাত্থি মারো
কোকের গায়ে লাত্থি মারো আবদুর রহমান হোসাইনী আপন ভাইয়ের রক্ত ওরা দিচ্ছে তোমায় কোকের নামে। খাচ্ছো তুমি পশুর মতো পাচ্ছো যখন অল্প দামে। “কোক খাবো না” বললে কেন আগুন লাগে তোর কলিজায়? জানিস না তুই মুমিন আমি রক্ত হারাম আমার বেলায়। কোকের পক্ষে বলবে যারা দালাল ওরা, গোলাম কারো। কোক এটা তো নয় পানীয় ফিলিস্তিনের…